Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

লবনাক্ত এলাকায় চাষযোগ্য পাটের জাত উদ্ভাবন ও পাট চাষের সম্ভাব্যতা যাচাই করা, বিশেষ করে লবনাক্ত এলাকার খরিপ-১ মৌসুমে পতিত জমি পাট চাষের আওতায় আনার জন্য বিজেআরআই এর জোরদারকরণ প্রকল্পের আওতায় ১০ একর জমি অধিগ্রহণ করে উক্ত গবেষণা উপকেন্দ্রটি ২০০১ সালে স্থাপন করা হয়।


উদ্দেশ্য                                                                                                                                                                                                                                                                           

১। লবনাক্ত এলাকায় চাষযোগ্য পাটের জাত উদ্ভাবন ও পাট চাষের সম্ভাব্যতা যাচাই করা, বিশেষ করে লবনাক্ত এলাকার খরিপ-১ মৌসুমে পতিত জমি পাট চাষের আওতায় আনা। 

২। উন্নত জাতের পাট কৃষক পর্যায়ে লাভজনক ফসল হিসেবে চাষ উপযোগী করে তোলা এবং পাট চাষের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি করা। 

৩। কাগজ তৈরীতে কাঠের বিকল্প কাঁচামাল হিসেবে পাটকে যথোপযুক্ত ব্যবহার করা। 

৪। উন্নত জাতের পাট চাষ এবং এর বহুমুখী ব্যবহারের মাধ্যমে সামগ্রিকভাবে পাটের চাহিদা বৃদ্ধি করা। 

৫। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী এবং দু:স্থ পরিবারের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে পাট ও পাট জাতীয় তন্তু দ্বরা হস্তশিল্প তৈরী ও বিপননসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা।

৬। পাট চাষের নতুন প্রযুক্তিসমূহ চাষীদের নিকট সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা। 

৭। অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে গবেষণা বিষয়ক ধ্যানধারণা বিনিময় করা।