লবনাক্ত এলাকায় চাষযোগ্য পাটের জাত উদ্ভাবন ও পাট চাষের সম্ভাব্যতা যাচাই করা, বিশেষ করে লবনাক্ত এলাকার খরিপ-1 মৌসুমে পতিত জমি পাট চাষের আওতায় আনার জন্য বিজেআরআই এর জোরদারকরণ প্রকল্পের আওতায় 10 একর জমি অধিগ্রহণ করে উক্ত গবেষণা উপকেন্দ্রটি স্থাপন করা হয়।
উদ্দেশ্য
▪ |
লবনাক্ত এলাকায় চাষযোগ্য পাটের জাত উদ্ভাবন ও পাট চাষের সম্ভাব্যতা যাচাই করা, বিশেষ করে লবনাক্ত এলাকার খরিপ-1 মৌসুমে পতিত জমি পাট চাষের আওতায় আনা। |
▪ |
উন্নত জাতের পাট কৃষক পর্যায়ে লাভজনক ফসল হিসেবে চাষ উপযোগী করে তোলা এবং পাট চাষের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি করা। |
▪ |
কাগজ তৈরীতে কাঠের বিকল্প কাঁচামাল হিসেবে পাটকে যথোপযুক্ত ব্যবহার করা। |
▪ |
উন্নত জাতের পাট চাষ এবং এর বহুমুখী ব্যবহারের মাধ্যমে সামগ্রিকভাবে পাটের চাহিদা বৃদ্ধি করা। |
▪ |
সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী এবং দু:স্থ পরিবারের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে পাট ও পাট জাতীয় তন্তু দ্বরা হস্তশিল্প তৈরী ও বিপননসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা। |
▪ |
পাট চাষের নতুন প্রযুক্তিসমূহ চাষীদের নিকট সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা। |
▪ |
অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে গবেষণা বিষয়ক ধ্যানধারণা বিনিময় করা। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS